Saturday, December 7, 2024

 

   ইসলামিক মেসেজ   



হে আল্লাহ! আমি দুশ্চিন্তা পেরেশানি থেকে, অক্ষমতা অলসতা থেকে,

কৃপণতা ভীরুতা থেকে, ঋণের ভার লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি

 

জীবনের সবচেয়ে খারাপ সময় মানুষ জাতি আমাকে দূরে ঠেলে দিলেও,

আমার আল্লাহ আমাকে কখনো দূরে ঠেলে দেন নাই। আলহামদুল্লিলাহ

 

হে আল্লাহ! কষ্ট পেলে আমি কাঁদি, এর মানে এই নয় যে তোমার ফয়সালায় আমি অসন্তুষ্ট।

বরং আমি তো কাঁদি তোমার স্নেহ পেতে, তোমার সাহায্য পেতে


আপনি যখন আপনার চিন্তা গুলোকে দোয়াতে রূপান্তরিত করে ফেলবেন,

আল্লাহ তা তালা তখন আপনার সমস্যা গুলোকে তার রহমতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ

 

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও , প্লিজ, না পেলে অভিমান করতাম। ইদানিং শুধু বলি, যেটা ভালো মাবুদ, সেটাই করো। আত্মা প্রশমিত হোক আমার

 

আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাঁদলিক।

অর্থঃ- হে আল্লাহ আপনি আমার ভাগ্য খুলে দিন

 

পাপকে মুছতে হবে, হয় দুনিয়াতে তাওবার অশ্রু দিয়ে, অথবা,

আখিরাতের জাহান্নামের আগুন দিয়ে! (ইবনুল কাইয্যুম রাঃ)

 

রাসূল (সাঃ) বলেছেন, তুমি মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকবে,

সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জানের ছাদাকাহ। (বুখারী ২৫১৮)

 

জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছুটা সময়!

 

নিশ্চয়ই আমার সালাত,আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ,

সবকিছু কেবল প্রতিপালক আল্লাহ তাআলার জন্য

 

চারপাশে সবাই দুনিয়া খোঁজে, আমি না হয় আখিরাত খোঁজলাম

 

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায জোয়ালিমিন (لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)

অর্থ : তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই; তুমি পুতঃপবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত

 

https://www.profitablecpmrate.com/q9k1amj1x?key=8bfa2fe13b47721ed0f1dd491a6a0203

No comments:

Post a Comment

  🌙 মক্কা থেকে নবীজি ﷺ–এর মদিনায় আগমনের ইতিহাস একটি আলো–আগমনের গল্প মদিনার আকাশ সেদিন যেন অন্যরকম আলোয় দীপ্ত হচ্ছিল। বাতাসে ছিল এমন এক প্...