সুরা ফাতিহার আমল ও ফজিলত
বাংলা অনুবাদঃ
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রহিম
অনুবাদ: পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ তায়ালার নামে শুরু করছি।
১. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ: আলহামদুলিল্লা-হি রব্বিল আ-লামীন
অনুবাদ: সকল প্রশংসা জগতসমূহের পালনকর্তা আল্লাহর জন্য।
২. الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ: আর রহমা-নির রহীম
অনুবাদ: যিনি অতীব দয়ালু ও মেহেরবান।
৩. مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ: মা-লিকি ইয়াওমিদ্দি-ন
অনুবাদ: বিচার দিনের একমাত্র মালিক।
৪. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ: ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যা-কানাছতাইন
অনুবাদ: আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য কামনা করি।
৫. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ: ইহদিনাস সিরাতাল মুসতাকি-ম
অনুবাদ: আমাদের সরল পথের নির্দেশ দান করুন।
৬. صِرَاطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
উচ্চারণ: সিরা-তাল্লাযীনা আন’আম’তা আলাইহিম
অনুবাদ: তাদের পথ, যাদের তুমি অনুগ্রহ দান করেছ।
৭. غَيۡرِ ٱلْمَغْضُوبِ عَلَيۡهِمۡ وَلَا اَ۬لضَّآلِّينَ
উচ্চারণ: গাইরিল মাগদূ’বি আলাইহীম ওয়ালাদ্দাল্লীন (আমিন)
অনুবাদ: তাদের পথ নয়, যারা তোমার ক্রোধের শিকার এবং যারা পথভ্রষ্ট হয়েছে।(কবুল করুন)
সুরা ফাতিহার ফজিলত ও আমল:
💦 মোল্লা আলী কারী (রহ.) বলেন, ‘সূরা ফাতেহার অক্ষর, শব্দ পড়াতে যেমন শেফা আছে তেমনি লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ চাই দ্বীনি হোক কিংবা পার্থিব,
💦 অনুভবযোগ্য হোক বা না হোক সব কিছু এ সূরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে।’ -(মিরকাতুল মাফাতিহ)
💦 সুরা ফাতিহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র রোগের মহৌষধ। বহু হাদিসে সুরা ফাতিহার ফজিলত বর্ণিত হয়েছে।
💦 হজরত জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সুরা ফাতেহা ৪০ বার পাঠ করে পানির ওপর দম করে কোনো জ্বরে আক্রন্ত লোকের মুখমণ্ডলে ছিঁটিয়ে দিলে, এর বরকতে জ্বর দূরীভূত হয়ে যাবে।
💦ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে ৪১ বার এ সুরা পাঠ করে চোখে ফুঁ দিলে চোখের ব্যথা দূর হয়।
💦- শেষ রাতে এ সুরা ৪১ বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন।
💦- এ সুরা ৪০ দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফুঁ দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ অসুস্থতা দূর করে দেবেন। -( বুখারি, ৬/১৮৭)
শেষ কথা
সূরা ফাতিহা আল কোরআনের গুরুত্বপুর্ণ একটি সূরা। এই সূরা দিয়েই পবিত্র কোরআন শুরু করা হয়েছে এবং এই সূরা দিয়েই সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায় করতে হয়।
এই সূরায় সমস্ত কোরআনকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। অন্যান্য সূরাগুলো সূরা ফাতিহার’ই বিস্তৃত রূপ। তাই হাদিস এর মধ্যে সূরা ফাতিহাকে কোরানে আযীম,
উম্মুল কিতাব ও উম্মুল কুরআন বলা হয়েছে। উক্ত সূরাটি সম্পর্কে জেনে নামাজে ও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা প্রতিটি ব্যক্তির জন্য ফরজ।
মহান রব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তাউফিক দান করুন। আমিন।
সম্মানিত পাঠকগণ
নিয়মিত ইসলামিক মেসেজ পেতে ভিজিট করুন।
ধন্যবাদ।
https://www.profitablecpmrate.com/q9k1amj1x?key=8bfa2fe13b47721ed0f1dd491a6a0203
No comments:
Post a Comment